গোলাম মোস্তফা সাফু, কমলগঞ্জ প্রতিনিধি
ভোর বা দুপুরবেলা কিংবা রাতের অন্ধকারে হঠাৎ ঝোপঝাড় বা পাকা ধানক্ষেত থেকে ছোট বাচ্চা এবং পুরুষ বা মহিলাদের উপর আক্রমণ করে ক্ষতবিক্ষত রক্তাক্ত জখম করছে একটি অজ্ঞাত অপরিচিত বন্যপ্রাণী। কমলগঞ্জের হরিশ্বরণ, মঙ্গলপুর, জাঙ্গালিয়া, তিলকপুরসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ এই প্রাণীটিকে নিয়ে আতঙ্কে আছে। মঙ্গলপুর এলাকার নিমাই মালাকার জানান, দেখতে অনেকটা বিড়ালের মত এই প্রাণীটি। প্রথমে আমরা মনে করেছিলাম বাউরাল (বনবিড়াল) বা মেছো বাঘের বাচ্চা হতে পারে। কিন্তু এই এলাকার অনেকে এই রাক্ষুসে প্রাণীটিকে সনাক্ত করতে পারছে না। উক্ত গ্রামের সুরেন্দ্র মালাকার জানান, এখন পর্যন্ত এই রাক্ষুসে প্রাণীটির আক্রমণের শিকার হয়েছে দুটি ৪/৫ বছরের শিশুসহ ৭ জন। এরমধ্যে শিশু দুটির অবস্থা আশঙ্কাজনক হলে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী অনেকে বলেন, প্রাণীটির ধরন বিড়ালের মতো হলেও মুখ দেখতে শিয়ালের মতো এবং দেখতে খুবই বীভৎস। বিগত সপ্তাহ থেকে গ্রামের মানুষ দলবেঁধে পাহারা দিচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার হেদায়েত উল্লাহ জানান, এ ধরনের ঘটনা আগে কখনো দেখা যায়নি। যেহেতু কমলগঞ্জে অনেক পাহাড়ি এলাকা আছে আর শীতের সময় হলে খাবার খেতে অনেক প্রাণী লোকালয় চলে আসে। যে প্রাণীটির কথা বলা হচ্ছে তা সম্ভবত শিয়াল প্রকৃতির হতে পারে। অপরদিকে বনবিভাগের লোকজন নিয়মিত টহল দিচ্ছে।