গোলাম মোস্তফা সাফু,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে চা বাগানে গত ১১ ই ফেব্রুয়ারি শনিবার একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখা গেছে।স্থানীয় এক চা-শ্রমিক সকাল আনু:১০টায় অজগর টি কে দেখে ভয় পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে দেখতে পায় অজগর সাপ টি শান্তভাবে চা-বাগান এর চা গাছের নিচ দিয়ে চলে যাচ্ছে।এ সময়ে স্থানীয় জনতা কোনরকম হাল্লাচিল্লা বা অজগর টিকে কোনপ্রকার বিরক্ত না করে অজগর টিকে তার গন্তব্যস্থলে যেতে দেয়।
স্থানীয় এক যুবক এ অজগর সাপটির চলে যাওয়ার দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও টি ছেড়ে দিলে ব্যাপক আলোচিত হয়।একপ্রযায়ে বনবিভাগ এর লোকজন
ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অজগর সাপ টি গভীর জংগলে ভেতর চলে গেছে, এবং কারো কোনপ্রকার ক্ষতি হয়নি।কমলগঞ্জের ফরেষ্ট অফিসার নজরুল ইসলাম বলেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ রকম আরো কয়েকটি বড় আকৃতির সাপ অবমুক্ত আছে এবং এরা শান্তপ্রকৃতির সাধারণত গভীর জংগলে থাকে।তিনি আরো জানান জংগলে অন্যান্য ছোট প্রানী যেমন খরগোশ, বন্যশুকর,ইত্যাদি খেয়ে এই বার্মিজ টাইপ অজগর সাপ বেচে থাকে। খাবার সংগ্রহ করতেই আজ হয়তো স্থান পরিবর্তন করা অবস্থায় লোকজনের নজরে চলে আসে।