টঙ্গীবাড়ীতে পশ্চিম সোনারংথর সড়কের বেহাল দশা
# এক যুগেও সংস্কার হয়নি
# দেখার কেউ নেই
# হাজার মানুষের ভোগান্তি
সামসুদ্দিন তুহিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং পোদ্দার বাড়িথর সড়কের বেহাল দশা হয়ে পড়েছে। গত রবিবার সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দু’পাশে গাইড দেয়াল ধসে পড়ে সড়কটি অচল হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়কটি দিয়ে বেতকা, আউটশাহী, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে। স্থানীয় বাসিন্দা এয়াদ আলী মাদবর জানান, নির্বাচনের আগে বহুবার সড়কটি সংস্কার করার কথা বলেও কেউ কথা রাখেনি। সড়কটি বেহাল দশার ফলে কোন যানবাহন এ সড়কে চলাচল করেনা। বহু কষ্টে অসুস্থ পরিবারকে ডাক্তারের কাছে নিয়েছি।
এ বিষয়ে সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি জানান, সড়কটি মেরামতের জন্য বহুবার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলীকে জানানোর পরেও কোন ব্যবস্থা নেয়নি। তবে বর্তমান উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। কিছুদিনের মধ্যে সড়কটি সচল করার ব্যবস্থা নেয়া হবে বলে তারা আমাকে জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, সরেজমিনে সড়কটি পরিদর্শন করে সংস্কার করার ব্যবস্থা নেয়া হবে।