নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা গ্রামে সেনাবাহিনীর চলমান শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশেষ হেলিকপ্টারে করে কচ্ছপিয়ার নাছির-নূরজাহান বালিকা উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছান সেনাবাহিনী প্রধান। এর পর সেনাবাহিনীর পক্ষ থেকে কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির কয়েকশ স্থানীয় বাসিন্দাকে শীতের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
কম্বল বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান শীতকালীন মহড়ার নানা স্থান পরিদর্শন করে বিকেলে একই হেলিকপ্টার করে ঢাকায় ফিরে যান। পরিদর্শনকালে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
শীতের কম্বল পাওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধ নুরুল হক বলেন, সেনা প্রধানের কাছ থেকে শীতের কম্বল নিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি।
এদিকে স্থানীয় গ্রাম কমিটির প্রধান মোজাফফর আহমদ বলেন, হেলিকপ্টারযোগে সেনা প্রধান আসার দৃশ্য অবলোকনের জন্যে সকাল থেকে শতশত গ্রামবাসী ভীড় করেছে। দূর থেকে হলেও তাকে এক নজর দেখতে পেরে তিনিসহ এলাকার মানুষ খুবই খুশি।