কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:- চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। এ উপজেলায় ইসলামী সংস্কৃতির অনেক গুরুত্ব নির্দশনও রয়েছে। উপজেলার পাথৈর ইউনিয়নের আটোমরপূর্ব পাড়া গ্রামে রেয়েছে “গায়েবি মসিজদ” এটি বর্তমানে প্রাচীন শাহী জামে মসজিদ নামে পরিচিত। এ মসজিদটি কবে, কখন এবং কিভাবে নির্মিত হয়েছে তা কেউ জানে না। বর্তমানে তার নামকরণ করা হয়েছে আটোমরপূর্ব পাড়া শাহী জামে মসজিদ। তবে ধারণা করা হয় প্রায় ৬’শ বছর আগের এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। সে সময় থেকে ইতিহাস ঐহিত্যের প্রাচীনতম মসজিদটি আজও দাঁড়িয়েছে রয়েছে অক্ষত অবস্থায়। তবে বর্তমানে মসজিদটিকে বড় আকারে নির্মাণ করে স্থানীয় এলাকাবাসী। এতে ব্যয় হয়েছে অনেক টাকা। বাকী কাজ শেষ করতে সকলের সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটি নেতৃবৃন্দ ও এলাকাবাসী। মসজিদের ইমাম মাওলানা নুরুল হক নিজামি জানান, লোকের মুখে শুনেছি সম্ভবত মুঘল সম্রাট শাসনামলে এলাকাবাসী বন-জঙ্গল পরিষ্কার করতে যেয়ে মসজিদটি সন্ধান পান। ওই সময়ে এলাকায় জন বসতি না থাকায় বন জঙ্গলে আছন্ন হয়ে মসজিদটি ঢাকা পড়ে যায়। তখনকার সময়ে স্থানীয় এলাকাবাসী বনজঙ্গল পরিষ্কার করে মসজিদটি দেখতে পান। মুঘল সম্রাটের আমলে কে বা কারা এ মসজিদটি নির্মাণ করেছে তা কেউ জানে না। সেই থেকে এলাকার মানুষ মসজিদটিকে “গায়েবি মসজিদ” হিসেবে আখ্যায়িত করে আসছেন। তাছাড়া পূর্বে এক গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে ইমাম ৯ থেকে ১৩ জন মসুল্লি নামাজ আদায় করতে পারতো। বর্তমানে মসজিদে ৩০০ জন মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারে। মসজিদটি প্রায় ১৮ শতাংশ জমিতে নির্মিত রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, সম্ভবত মুঘল সম্রাটের আমলে এ মসজিদ নির্মাণ করা হয়েছে।
প্রায় ৬শ বছর আগে নির্মিত হয়েছে এ মসজিদটি এখন মসজিদটিকে বৃহত্তর আকারে নির্মাণ করা হচ্ছে। এখন বিভিন্ন এলাকা থেকে প্রতি শুক্রবার মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন। অনেকে আবার মনের আসা পূরণে মানত করেন বলেও জানান তারা। তবে মসজিদটিকে সংস্কারের জন্য সরকারি কিংবা বে-সরকারি সহয়তার পাশাপাশি এলাকার বৃত্ত বানদের এগিয়ে আসার জন্য আহ্ববান জানান তারা। ওই মসজিদের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে আটোমর জামালিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিম খানা রয়েছে। মসজিদ কমিটি কোষাধ্যক্ষ মো: বায়েজিদ সরকার বলেন, প্রতি শুক্রবার দূর-দুরান্ত থেকে অনেক মানুষ মসজিদের মানতের নগদ টাকা প্রদান ও মিষ্টি বিতরণ করেন। তাদের ধারণা “গায়েবি মসজিদে” যে কেউ মানত করলে আল্লাহর অশেষ রহমতে তার আশা পূরণ হয়। আগের চেয়ে এ মসজিদটি প্রসারিত হয়েছে। এখনও অনেক কাজ অসমপ্ত রয়েছে। এদিকে মসজিদ প্রসারিত করতে গিয়ে অনেক টাকা ঋণ রয়েছে। তাই সরকারি কিংবা বেসরকারি, জনপ্রতিনিধি ও বৃত্তবানদের সহযোগিতা কামনা করছে এলাকাবাসী। আটোমর পূর্বপাড়া প্রাচীন শাহী জামে মসজিদ এর ইমাম মাওলানা নুরুল হক নিজামী জানান, এ মসজিদের নির্মাতা কে বা কারা আমরা বলতে পারি না। তবে আমাদের বাপ, দাদার আমল থেকে শুনেছি এটি “গায়েবি মসজিদ”। বাহির থেকে অনেক বড় মনে হলেও মসজিদের ভিতরে ২০০ থেকে ৩০০ মসুল্লি নিয়ে নামাজ আদায় করা যায়। মসজিদের পূর্বের অবকাঠামো ঠিক রেখে মসজিদ ভবন নতুন করে নির্মাণ করা হচ্ছে। তাই সকলের সহযোগিতা কামনা করছে। কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা নেওয়া হবে।