কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:- চাঁদপুরের কচুয়ার ৩ নং বিতারা ইউনিয়নের বাইছাড়া গ্রামের (নোয়াপাড়া) বিলের ডোবা থেকে তানভীর খান নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। তানভীর উপজেলার বাইছাড়া গ্রামের (নোয়াপাড়া) কৃষক সোলমান খানের ছেলে।
জানা গেছে, ২৬ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বিলে অর্থাৎ (মাঠে) যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। গতকাল সোমবার বেলা ১১ টায় বাইছাড়া (নোয়াপাড়া) গ্রামের কৃষক জামাল হোসেনের বাড়ি সংলগ্ন উত্তর পাশে একটি ডোবায় ওই শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগণ তার পরিবারকে খবর দেয়।