আন্তর্জাতিক ডেস্ক
ডিআর কঙ্গোতে বন্যা ও ভূমিধসে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার ভারী বর্ষণে দেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মৃতদেহ খুঁজে পেতে কাদা খুঁড়ছে বাসিন্দারা। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দলটি একটি বন্যায় ভেসে যাওয়া গাড়ির নিচে এক নারীর মৃতদেহ খুঁজে পেয়েছে। ওই অঞ্চলের বুকাভুতে কমপক্ষে ২০ জন মারা গেছে এবং বুকাভু থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে বুরিনি গ্রামে অন্তত ২০ জন নিহত হয়েছে। দুই জায়গার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে।
বুকাভুর বাসিন্দা ইভন মুকুপি বলেন, তার প্রতিবেশী বন্যার পানিতে ভেসে গেছে। তিনি আরো বলেন, ‘আমরা গাছের নিচ থেকে তিনটি লাশ উদ্ধার করতে পেরেছি কিন্তু অন্যান্যদের এখনও পাওয়া যায়নি।’
বাসিন্দারা তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছে। জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞদের মতে দরিদ্র নগর পরিকল্পনা এবং দুর্বল অবকাঠামো মুকুপির মতো সম্প্রদায়গুলোকে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছে। উষ্ণতা বৃদ্ধির কারণে আফ্রিকাতে এই ধরনের ঘটনা ঘন ঘন ঘটছে। বৃষ্টি শুরু হলে প্রধান বর্জ্য অপসারণের লাইনটি মাঝে মাঝে আটকে যায়। ফলে পানি জমে ঘড়-বাড়ি প্লাবিত হয়ে পড়ে।
সূত্র: রয়টার্স