আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে সামরিক অভিযানের জেরে সন্ত্রাসী কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা করছে বলে রাশিয়াকে তকমা দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক আলেকজান্ডার দারচিভ। শুক্রবার (১২ আগস্ট) রাশিয়ার সংবাদমাধ্যম তাস এর সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন আলেকজান্ডার দারচিভ।
আলেকজান্ডার দারচিভ আরও বলেন, রাশিয়াকে সন্ত্রাসী কর্মকান্ডের তকমা দেওয়া হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক অবনতি ঘটাবে। এমনকি উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট হবে।
গত মাসে দুইজন মার্কিন সিনেটর ইউক্রেন সফর করেছিলেন। তখন তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে রাশিয়াকে সন্ত্রাসী কর্মকান্ডে পৃষ্ঠপোষকতার তকমা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।
বর্তমানে সন্ত্রাসী কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা করছে এমন অভিযোগে রাশিয়াকে অভিযুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ তৈরি হচ্ছে।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিবেশী দেশ লাটবিয়ার সংসদে রাশিয়াকে সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার তকমা দেওয়ার একটি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়। এর ফলে রাশিয়ার ওপর আরও বেশি সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানানো হয়।