নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের মুর্যালে ও সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ওয়াহেদ মো. সালেহ, ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সাবেক সভাপতি প্রফেসর মো. গিয়াস উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ।
এর আগে রবিবার প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, আবৃত্তি ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩ ক্যাটাগরির ৬টি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ ২৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।