নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আজ বৃহস্পতিবার একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরিক্ষা। মুন্সীগঞ্জের ছয় উপজেলায় এ বছর এসএসসি, দাখিল ও কারিগরি তিন ক্যাটাগরিতে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ২৩০ জন। এর মধ্যে এসএসসি পরিক্ষায় ১৩ হাজার ৭শত ১১ জন পরিক্ষার্থী, দাখিল পরিক্ষায় ১ হাজার ৩শত ৭৯ জন ও ভোকেশনাল/কারিগরি পরিক্ষায় ১ হাজার ১৩৪ জন পরিক্ষার্থী। গতকাল বুধবার বিকালে জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলায় মোট ২৯টি কেন্দ্র ও ৩৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে পরিক্ষা। এর মধ্যে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে জেলার ১৭টি কেন্দ্রের অধীনে ৩৬টি ভেন্যুতে। আর দাখিল ৫টি কেন্দ্র ও ভোকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হবে ৭টি কেন্দ্রের ৭টি ভেন্যুতে। এর মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অফিস।
পরিক্ষা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসকের সভা : এদিকে সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিক্ষা সম্পন্ন করতে ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর সাথে জেলা প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এ জুম মিটিং অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক জানান, এর আগেও আমাদের সভা হয়েছে। বুধবার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে সভায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরিক্ষা সম্পন্নের লক্ষ্যে ৮টি পয়েন্টে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
উপজেলাভিত্তিক অংশ নিচ্ছে যতজন পরিক্ষার্থী :
সদর :
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ২৪৬ জন পরিক্ষার্থী। এর মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৬শত ২২ জন ছাত্র ও ২ হাজার ১০ জন ছাত্রী। সদর উপজেলায় ৩টি কেন্দ্র ও ৭টি ভেন্যুতে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে। আর দাখিল পরিক্ষার্থী ৪৪০ জন। এর মধ্যে ছাত্র ২২১ জন ও ছাত্রী ২১৯ জন। সদর উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থীর সংখ্যা ১৭৪ জন।
শ্রীনগর :
শ্রীনগর উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৯১৪ জন পরিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী। এসএসসি পরিক্ষায় এ উপজেলায় পরিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ হাজার ৮৩ জন ও ১৫শত ৮৭ জন ছাত্রী। ৩টি কেন্দ্র ও ৭টি ভেন্যুতে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে এ উপজেলায় দাখিল পরিক্ষার্থী ১৫২ জন। এর মধ্যে ছাত্র ৭২ জন ও ছাত্রী ৮০ জন। শ্রীনগর উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থীর সংখ্যা ৯২ জন। এর মধ্যে ছাত্র ৬৯ জন ও ২৩ জন ছাত্রী।
গজারিয়া :
গজারিয়া উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ২ হাজার ২১৫ জন শিক্ষার্থীর। এসএসসি পরিক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে মোট ১৫শত ১৬ জন পরিক্ষার্থীর। এর মধ্যে ৬১২ জন ছাত্র ও ৯শত জন ছাত্রী। গজারিয়ায় ২টি কেন্দ্র ও ৬টি ভেন্যুতে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে দাখিল পরিক্ষার্থী ১৪৬ জন। এর মধ্যে ছাত্র ৬৪ জন ও ছাত্রী ৮২ জন। গজারিয়ায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ২১৩ জন। এর মধ্যে ১৫৮ জন ছাত্র ও ৫৫ জন ছাত্রী।
সিরাজদিখান :
সিরাজদিখান উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় মোট ২ হাজার ৯শত ৮৮ জন পরিক্ষার্থী রয়েছে। এর মধ্যে এসএসসি পরিক্ষার্থী সংখ্যা ২ হাজার ৪২২ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪০ জন ও ১৩শত ৮২ জন ছাত্রী। ৪টি কেন্দ্রের ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এসএসসি পরিক্ষা। এদিকে এ উপজেলায় দাখিল পরিক্ষার্থী ২৭৯ জন। এর মধ্যে ছাত্র ১৬৬ জন ও ছাত্রী ১১৩ জন। সিরাজদিখান উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষার্থীর সংখ্যা ২৮৭ জন। এর মধ্যে ছাত্র ১৬৬ জন ও ১২১ জন ছাত্রী।
টঙ্গীবাড়ী :
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ২ হাজার ২৯৩ জন। এর মধ্যে এসএসসি পরিক্ষার্থী ১ হাজার ৯শত ২৩ জন। এর মধ্যে ছাত্র ৯শত ৬ জন ও ১ হাজার ১৭ জন ছাত্রী। উপজেলায় ৩টি কেন্দ্র ও ৬টি ভেন্যুতে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এ উপজেলায় দাখিল পরিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। এর মধ্যে ছাত্র ৯২ জন ও ছাত্রী ৮৮ জন। টঙ্গীবাড়ী উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষার্থীর সংখ্যা ১৯০ জন।
লৌহজং :
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লৌহজং উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় পরিক্ষার্থীর সংখ্যা মোট ১ হাজার ৫শত ৭৪ জন। এর মধ্যে শুধু এসএসসি পরিক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ১ হাজার ২১৪ জন পরিক্ষার্থীর। এর মধ্যে ৪শত ৬৬ জন ছাত্র ও ৭৮৪ হাজার ১০ জন ছাত্রী। উপজেলায় ২টি কেন্দ্র ও ৪টি ভেন্যুতে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে। আর দাখিল পরিক্ষার্থী ১৮২ জন। এর মধ্যে ছাত্র ৮৩ জন ও ছাত্রী ৯৯ জন। এ উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষার্থীর সংখ্যা ১৭৮ জন। এর মধ্যে ছাত্র ১০৪ জন ও ৭৪ জন ছাত্রী।