তথ্যপ্রযুক্তি ডেস্ক
ভলভো গাড়ির জগতে জনপ্রিয় এক নাম। এবার ভল্ভো নিয়ে এলো তাদের নতুন একটি ই-কার। সংস্থার দাবি এই বৈদ্যুতিক গাড়িটি একবার চার্জ করেই ৫৩০ কিলোমিটার চলবে। বর্তমানে এই সুইডিশ কোম্পানিটি ভলভো সি৪০ রিচার্জ-এর মাধ্যমে প্রিমিয়াম ইভি ক্রেতাদের কাছে নতুন অপশন এনে হাজির করেছে।
গাড়িটির লুক এবং ডিজাইনের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। গাড়িটি এক্সসি৪০ রিচার্জের কুপ ভার্সন। বডি-রঙের ক্লোজড-অফ ফ্রন্ট ফেস, এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, ১৯ ইঞ্চি ৫-স্পোক ডায়মন্ড-কাট অ্যালয় হুইলগুলোর মতো অনেক ফিচার পেয়ে যাবেন। এটিতে একটি কালো কেবিন, ড্যাশবোর্ডে একটি ৯-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, গুগল ম্যাপে ইন-বিল্ড অ্যাক্সেস, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং প্লে স্টোর, একটি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে রয়েছে।
গাড়িটিতে ৭৮ কিলোওয়াট ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সিঙ্গেল এডব্লিউডি ভার্সন এবং ডুয়াল-ইলেকট্রিক মোটর সেটআপ সহ সি৪০ রিচার্জ ৪০৫বিএইচপি শক্তি এবং ৬৬০এনএম পিক টর্ক জেনারেট করে। কোম্পানির দাবি, গাড়িটি এক চার্জে ৫৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ভলভো ১৫০ কিলোওয়াট ডিএস ফাস্ট চার্জার সাপোর্ট সহ তার নতুন বৈদ্যুতিক যান চালু করেছে। মাত্র ২৭ মিনিটে ১০-৮০ শতাংশ চার্জ হয়ে যাবে ব্যাটারি। ক্রিস্টাল হোয়াইট, অনিক্স ব্ল্যাক, ফিউশন রেড, ক্লাউড ব্লু, সেজ গ্রিন এবং জর্ডান ব্লু-এই ৬টি রঙে আনা হয়েছে বৈদ্যুতিক এসইউভিটি। এটি ভলভোর দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি। দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।
সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস