আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ার বেশিরভাগ সাধারণ অসহায় গরিব মানুষের চিকিৎসা সেবার একমাত্র কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ কে. এম. আব্দুল্লাহ আল মামুন যোগ দেওয়ার পর থেকে সার্বিক অবকাঠামোর সৌন্দর্য বৃদ্ধি, নিয়ম-শৃঙ্খলার উন্নতি ও সেবার মানে ব্যাপক পরিবর্তন এসেছে। বর্তমানে হাসাপাতালের সেবা নিয়েও এলাকার মানুষ বেশ সন্তুষ্ট। হাসপাতালটি ৫০ শয্যা হলেও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৩১ শয্যার জনবল রয়েছে। হাসপাতালে ১২ জন ডাক্তার, ৫৩ জন সেবক-সেবিকা ও স্টাফ রয়েছে যারা রোগীদের নিয়মিত সেবা দিচ্ছেন। আন্তঃবিভাগে গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন রোগী ভর্তি হন। হাসপাতালের উল্লিখিত গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় জনবল সঙ্কটে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে জনসাধারণ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। তারপরও সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।
উপজেলার দূর-দূরান্ত থেকে আসা প্রতিদিন কমবেশি প্রায় ৬০০ জন রোগীর সেবা দিয়ে থাকে বহির্বিভাগ। প্রতি সপ্তাহের রবিবার ও বুধবার ৯০০ থেকে ১০০০ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নিরাপত্তার দিক বিবেচনা করে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। এই স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি এখানে যোগদানের পর থেকে হাসপাতালে রোগীদের সুবিধার্থে স্বল্প খরচে বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষা করা হয়। রোগীদের সুবিধা-অসুবিধাসহ সার্বিক বিষয়ে নানামুখী সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছেন। তাছাড়াও সার্বক্ষণিক এই কর্মকর্তাকে হাসপাতালে কর্মব্যস্ত সময় পার করতে দেখা যায়।
সরেজমিনে গিয়ে বহির্বিভাগে দেখাতে আসা রোগীদের সাথে কথা হয়। তারা বলেন, আমাদের ডায়াবেটিস আছে এবং আর কেউ কেউ অন্যান্য রোগেরও চিকিৎসা নিতে এসেছে। এখানে আমরা নিয়মিত চিকিৎসা নিতে আসি। আগে যেতে হতো চিকিৎসা নিতে কেরানীহাট, লোহাগাড়া, চট্টগ্রাম শহরে বেসরকারি ক্লিনিকে, কড়ি কড়ি টাকা খরচ হতো। এখন আর তেমন যেতে হয় না। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আমরা যত্ন সহকারে সেবা পাই। আগের তুলনায় সেবার মানের অনেক উন্নতি হয়েছে, পরিবেশও ভালো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন।
এছাড়া আরো কথা হয়, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীদের সাথে। কথা বলে জানা যায়, আগের তুলনায় সেবার মানের অনেক উন্নতি হয়েছে। হাসপাতালের অন্যান্য চিকিৎসকরাও যত্ন সহকারে সেবা দেন, তাতে তারা সন্তুষ্ট। বহুদিন পর গত ১৩ এপ্রিল হার্নিয়ার অপারেশনের মাধ্যমে সার্জারি চালু হয়। প্রতি মাসে প্রায় ৪৫-৬০ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করা হয়। গত ১৩ এপ্রিল শুক্রবার একরাতেই ৫ জন মাকে নরমাল ডেলিভারি সেবা দেওয়া হয়েছে। তবে কোনো কোনো মাসে ৭০-৮০’র বেশিও নরমাল ডেলিভারি হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে। অনেক মায়ের নরমাল ডেলিভারি সম্ভব না হওয়ায় পরে সিজারের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সম্পূর্ণ বিনা খরচে এবং প্রয়োজনীয় ঔষধপত্রও হাসপাতাল কর্তৃপক্ষই সরবরাহ করছে।
ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা প্রথমে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করি। কিন্তু নরমাল ডেলিভারি সম্ভব না হলে পরে সিজারের সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা সম্পূর্ণ বিনা খরচে এ সেবা দিচ্ছি। প্রয়োজনীয় ঔষধপত্রও হাসপাতাল কর্তৃপক্ষই সরবরাহ করছে। সিজারের পর মা ও নবজাতক উভয়েই সুস্থ হলে দুই চারদিনের মধ্যেই রিলিজ করছি। প্রতিমাসে চার-পাঁচটি সিজারিয়ান অপারেশন হয় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তিনি বলেন, সরকারি রোগ নির্ণয়ের পরিক্ষা যা যা আছে তা যত্ন সহকারে করানো হয় এবং প্রতি মাসের ১ম সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের CHCP এর সাথে এবং টিকাদান কর্মীর সাথে একসাথে মিটিং সম্পাদন করি।
তিনি আরও বলেন, তৃণমূল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। তাহলেই আমরা এ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে পারব। স্বাস্থ্যসেবায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসছে এবং তা মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। সেবার মান দৈনন্দিন বাড়াতে হবে।