আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : উত্তরের জনপথ নওগাঁর আত্রাইয়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় গত ৩ দিন থেকে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উত্তরের এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
তীব্র হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় উপজেলার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয় ও ছিন্নমুল মানুষদের দুর্ভোগ অনেকটাই বেড়েছে। পাশাপাশি গরম কাপড়ের দাম বেশি হওয়ার কারণে বিপাকে পড়েছেন তারা।
এদিকে, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভীড় বাড়ছে।