দেখতে দেখতে শেষ হতে চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর। আর মাত্র বাকি একটি ম্যাচ। শনিবার শিরোপা নির্ধারণী সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ইংল্যান্ডের সামনে হাতছানি ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার। অন্যদিকে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমেছে ভারতের যুবারা। ২০১৮ সালের আসরে তারা শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল খেলেছিল গত আসরেও। তবে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
এবার সেই শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামার আগে ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে বিশেষ বার্তা পেয়েছেন বর্তমান যুব দলের অধিনায়ক ইয়াশ ঢুল। ২০০৮ সালের আসরে ভারতকে যুব বিশ্বকাপ জেতানো কোহলি জানিয়েছেন কীভাবে বড় মঞ্চের চাপ সামলাতে হয়।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইয়াশ বলেছেন, ‘তিনি (কোহলি) আমাদের শুভকামনা জানিয়েছেন, যেহেতু দল ভালো করছে। তার কথাগুলো আমাদের আত্মবিশ্বাস জোগাবে। একজন সিনিয়র খেলোয়াড় যখন দলের সঙ্গে কথা বলে, তখন সবাই সাহস পায়।’
কোহলির কাছ থেকে পাওয়ার পরামর্শগুলোর কথা জানিয়ে ভারতীয় যুবাদের অধিনায়ক আরও বলেন, ‘তিনি আমাদেরকে কিছু বেসিক বিষয়ের ব্যাপারে পরামর্শ দিয়েছেন। যেমন কীভাবে স্বাভাবিক ক্রিকেট খেলা যায়, নিজেদের পরিকল্পনায় অটল থাকা যায়। তার সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে।’
এদিকে শুধু কোহলি নয়, ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক জো রুটও কথা বলেছেন তার উত্তরসূরিদের সঙ্গে। ফাইনালের আগে রুট ছাড়াও ইয়ন মরগ্যান, জস বাটকার, স্যাম কুরানরাও শুভকামনা জানিয়েছেন টম প্রায়েস্টের দলকে।
ইংল্যান্ড যুব দলের অধিনায়ক প্রায়েস্ট বলেছেন, ‘তারা আমাদেরকে বলেছেন যে, আমাদের নিয়ে তারা কতটা খুশি। দীর্ঘ ২৪ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে ওঠায় তারা আমাদের নিয়ে গর্বিত। এটি জেনে খুবই ভালো লেগেছে যে তারাও নিজেদের কাজের ফাঁকে আমাদের খেলার খোঁজখবর রেখেছে।’