ফিচার ডেস্ক
বিভিন্ন কারণে হারিয়ে যেতে পারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা। রোদ, ধুলাবালির পাশাপাশি খাদ্যাভ্যাস কিংবা সঠিক যত্নের অভাবেও অনেক সময় রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে ত্বক। হারিয়ে যায় উজ্জ্বলতা। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা কিছু ফেসপ্যাক দিতে পারে ঘরোয়া সমাধান। এগুলো নিয়মিত ব্যবহার করলে কালচে ভাব মুছে ত্বক হয়ে উঠবে ঝকঝকে উজ্জ্বল। আসুন দেখে নিন তেমনই কিছু প্যাক।
লেবুর রসের ফেসপ্যাক
দু’টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। চোখ আর ঠোঁটের চারপাশ বাদ দিয়ে বাকি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। লেবুর রস মুখের কালচে দাগ কমিয়ে দেয়, ক্ষতিকর ব্যাকটেরিয়া খতম করে ব্রণ ফুসকুড়িও হতে দেয় না।
বেকিং সোডার ফেসপ্যাক
এক টেবিল চামচ বেকিং সোডায় দেড় চা চামচ পানি মিশিয়ে মসৃণ পেস্ট করে নিন। পরিষ্কার মুখে লাগিয়ে চক্রাকারে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। বেকিং সোডা একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর যা ত্বকের উপর থেকে কোমলভাবে মৃত কোষ সরিয়ে দিয়ে ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখে। ত্বকের কালো দাগছোপ কমাতেও এটি দারুণ কাজের।
কলার ফেসপ্যাক
চটজলদি উজ্জ্বলভাব পেতে ব্যবহার করুন এই ফেসপ্যাকটি। একটা পাকা কলা নিন, তাতে এক চা-চামচ লেবুর রস আর এক চা-চামচ মধু যোগ করুন। সবটা ব্লেন্ডারে দিলে একটা মসৃণ মিশ্রণ পাবেন। কোমল ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। এবার কলার মিশ্রণটা মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। সপ্তাহে দু’বার করলেই ত্বক সতেজ, উজ্জ্বল হয়ে উঠবে।
পাকা পেঁপের ফেসপ্যাক
এক টুকরো পাকা পেঁপে, এক চা-চামচ লেবুর রস আর এক চা-চামচ দুধ একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ পেস্ট করে নিন। চোখ আর ঠোঁটের চারপাশ বাদ দিয়ে বাকি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক শুষ্ক ধরনের হলে একটু বেশি করে দুধ মেশাতে পারেন। লেবু আর পেঁপের ব্লিচিং গুণ রয়েছে, যা ত্বক ফর্সা করে তোলে, ত্বকে একটা বাড়তি জেল্লাও এনে দেয়।
বেসনের ফেসপ্যাক
দু’টেবিল চামচ বেসনের সঙ্গে চার টেবিল চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট করে নিন। পরিষ্কার মুখে ফেসপ্যাকের মতো করে লাগিয়ে নিন। চোখের চারপাশ আর ঠোঁটের চারপাশটা বাদ দেবেন। ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। বাড়তি তেলাভাব কমিয়ে ত্বক উজ্জ্বল করে তুলতে বেসনের ফেসপ্যাক দারুণ কাজের।