কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার উখিয়া ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাব জানতে পারে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে একটি মােটরসাইকেল যােগে একজন মাদক কারবারী মাদকদ্রব্য বহন করে কক্সবাজার শহরের দিকে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল উখিয়া ফায়ার সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন কক্সবাজার-টেকনাফগামী রাস্তার উপর চেকপােষ্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে মোটর সাইকেল নিয়ে দ্রুতগতিতে আসা যুবককে থামিয়ে তল্লাশি করলে মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা উদ্ধার করা হয় ও তাকে আটক করা হয় এবং মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
আটক যুবক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কামাল উদ্দিনের পুত্র মোঃ ইসলাম (৩৮)।
র্যাবের কর্মকর্তা আরও বলেন, ধৃত যুবক দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে জানা যায় এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।