ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামে বিরোধপূর্ণ জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
জানা যায়, ওই মরিচারচর মৌজার ১ একর ৫৯ শতাংশ জমি নিয়ে চালআলগী গ্রামের আব্দুল গফুরের পুত্র মোয়াজ্জেম হোসেন খানদের সাথে একই গ্রামের নজরুল ইসলামদের বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ জমিতে নজরুল ইসলামের পরিবারের লোকজন গত ১১ জানুয়ারি রাতের আঁধারে ঘর নির্মাণ করার অভিযোগ করেন মোয়াজ্জেম হোসেন খান।
এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে এর সত্যতার প্রমাণ মিলে।
এ বিষয়ে নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, জমিটি আমাদের পূর্বপুরুষরাই ভোগ দখলে ছিলো। তাই আমরা ঘর নির্মাণ করেছি।
স্থানীয় একরাম হোসেন ও মোস্তফা মিয়া জানান, জমিটি মোয়াজ্জেম হোসেন খান প্রায় ১৫ বছর যাবৎ চাষাবাদ করে আসছেন।