নিজস্ব প্রতিবেদক
আজ ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়েছে। পরিবার, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। যদিও ঈদের ছুটির এখনও কয়েকদিন বাকি, তবে ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে ঢাকায় থেকে পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে। আজ রেল স্টেশনে তুলনামূলক বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।
সোমবার ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এ ট্রেনের মাধ্যমেই শুরু হয়েছে এবারের ঈদযাত্রা। এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম আসনের টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছে রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত ২০ মার্চ পর্যন্ত।
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আর ট্রেনও ছাড়ছে সময়মতো। সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। যাত্রী ভোগান্তির চিত্রও নেই।
এদিকে সড়কপথেও ঈদযাত্রা লক্ষ্য করা গেছে। তবে যাত্রীচাপ কম ছিল। সোমবার সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, প্রতিদিনকার নিয়মিত চিত্র। যাত্রীর অপেক্ষায় মহাখালী, গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলো। যে কয়জন যাত্রী আসছেন তাদের নিয়েই ছাড়তে হচ্ছে গাড়ি। ফাঁকা থাকছে বেশিরভাগ আসন। এর মধ্যে যারা যাচ্ছেন স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।