রাজস্থলী রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশন এবং ইউনিসেফের আয়োজনে অভিভাবকদের নিয়ে সচেতনতা মূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ৮ টায় ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ নাজিম উদ্দীনের কেন্দ্রে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রম জোরদার শীর্ষক এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন রাজস্থলী উপজেলার মডেল কেয়ার টেকার আলি আকবারের সঞ্চালনায় এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিলনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মডেল কেয়ার টেকার মোঃ ইদ্রিস। এতে আরো উপস্থিত ছিলেন হাফেজ নাজিম উদ্দীন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল গণি শেখ, সাবেক ইউপি সদস্য শামসুল আলম, আব্দুল হাকিম কারবারী, পিসি আব্দুল জলিল সানা, গণমাধ্যমকর্মী হাবীবুল্লাহ মিসবাহ, শফিকুল ইসলামসহ অভিভাবকবৃন্দ। উক্ত উঠান বৈঠকে বক্তারা ছাত্র ছাত্রীদের ইসলামিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। নির্দিষ্ট সময় নবজাতকদের টিকা দেওয়া এনং জন্ম সনদ সংগ্রহ করার প্রতি সকল অভিভাবকদের আহ্বান জানান। এছাড়াও নবজাতক শিশুদের যথাসময়ে নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নেওয়ার প্রতি আহ্বান জানান এবং নবজাতকের জন্ম নিবন্ধন যেন ৪০ দিনের মধ্যেই ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করেন সেজন্য গুরুত্বারোপ করেন।