বিশ্বনাথ (সিলেট) : ভোটাধিকার প্রায়োগ করতে নাতির কোলে করে সকাল ১০টায় নিজ ভোট কেন্দ্রে আসেন ৮১ বছর বয়সি হাওয়ারুন নেছা। কিন্তু ইভিএম পদ্ধতির ভোটে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি তিনি। কয়েকবার চেষ্টার পরও ভোট দিতে না পেরে ফিরে যান তিনি।
হাওয়ারুন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে এলাহাবাদ আলিম মাদরাসা কেন্দ্রের ভোটার ও স্থানীয় তেলিকোনা গ্রামের বাসিন্দা।
তিনি এ প্রতিবেদককে আক্ষেপ করে বলেন, গেল ইউনিয়ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলাম। এবার আর ভোটটা দিতে পারলাম না। একই কেন্দ্রে এ কারণে ভোট দিতে পারেননি মদরিছ আলী নামের সত্তরোর্ধ্ব আরও এক ভোটার।
তিনি জানান, ‘কতো ভোট দিয়েছি কিন্তু কোন দিন এমনটি হয় নাই।
সরেজমিন বিভিন্ন ভোট সেন্টার ঘুরে দেখা যায়, কেবল এ দু’জনই নয়, প্রায় প্রত্যেক কেন্দ্রেই একাধিক ভোটার ভোট দিতে পারেননি আঙুলের ছাপ না মেলায়। অনেকবার চেষ্টা করার পরও মিলেনি অনেকের অাঙুলের ছাপ। বিশেষ করে বয়োবৃদ্ধ
ও শ্রমজীবি ভোটারদের ভোট না দিয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, আঙুলের ছাপের মাধ্যমে ভোটার পরিচিতি নিশ্চিত করা হয়। যাদের ক্ষেত্রে আঙুলের ছাপ মিলে না, তাদের বেলায় একাধিক বার চেষ্টা হয়। কয়েকবার চেষ্টার পর অনেকের মিলে আবার অনেকের মিলে না।
উল্লেখ্য, ৬ষ্ট ধাপে সোমবার সকাল ৮টা থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও লামাকাজি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার প্রথম বারের মতো উপজেলার ওই দুই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।