স্পোর্টস ডেস্ক
বয়স মাত্র ১৫ বছর ৮ মাস ১৬ দিন। এত অল্প বয়সে পেশাদার ফুটবলে অভিষেক, স্বপ্নের চেয়েও যেন বেশি কিছু। তবে ইতালিয়ান সিরি ‘আ’তে এই বয়সে এসি মিলানের মত ঐতিহ্যবাহী দলের হয়ে অভিষেক ঘটলো সদ্য কৈশোরে পা রাখা ফ্রান্সেসকো কামারদার। ফিওরেন্টিনার বিপক্ষে রোববার রাতে ৮৩তম মিনিটে লুকা জোভিকের পরিবর্তে যখন মাঠে নামেন ফ্রান্সেসকো, তখনই ইতিহাসটা গড়ে ফেলেন তিনি।
ইতালিয়ান ফুটবলের ইতিহাসে এখন ফ্রান্সেসকো কামারদাই হলেন সর্বকনিষ্ঠ ফুটবলার, যার সিরি-আ তে অভিষেক হলো। অভিষেক ম্যাচটা জয় দিয়েই রাঙ্গালেন তরুণ এই ফুটবলার। ১-০ গোলের ব্যবধানে ফিওরেন্টিনাকে হারিয়েছে এসি মিলান। পেনাল্টি থেকে গোলটি করেছেন থিও হার্নান্দেজ।
ম্যাচের প্রথমার্ধের একেবারে ইনজুরি সময়ে গিয়ে পেনাল্টি পেয়ে যায় এসি মিলান। ফ্যাবিয়েন প্যারিসি বক্সের মধ্যে এসি মিলান ফুটবলারকে আক্রমণাত্মক চ্যালেঞ্জ করলে পেনাল্টির বাঁশি বাজার রেফারি। স্পট কিক নেন থিও হার্নান্দেজ। জড়িয়ে যায় ফিওরেন্তিনার জালে। ম্যাচে ওই গোলটিই হয়ে থাকলো একমাত্র জয়সূচক। এ নিয়ে সিরি-আ তে শেষ ৫ ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচে জয় পেলো মিলান। তবে এমন এক ম্যাচেই মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে পথচলা শুরু হলো ফ্রান্সেসকো কামারদার।
এসি মিলানের কোচ স্টেফানো পিওলি ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেন, ‘দুর্দান্ত এক ফুটবলার ফ্রান্সেসকো। অসাধারণ এক কিশোর। তার অনুশনীলন, কর্মকান্ড- তাকে অসাধারণ ফুটবলারে পরিণত করেছে। তার প্রতি আমরা সবাই খুশি। আমার বয়স ৫৮। হয়তো বা আমি তার দাদার বয়সী।’
ফিওরেন্তিনার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর পয়েন্ট টেবিলে এসি মিলানের অবস্থান এখন তৃতীয়। ১৩ ম্যাচে তাদের অর্জন ২৬ পয়েন্ট। ৩২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ইন্টার মিলান। ২০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে ফিওরেন্তিনা।
কোচ পিওলি বলেন, ‘প্রথমার্ধে দারুণ খেলেছি আমরা। তবে এটাই আমাদের সেরা সামর্থ্য নয়। এর চেয়ে ভালো করার সামর্থ্য আছে আমাদের।’