সাজ্জাদ হোসেন হৃদয় – কিশোরগঞ্জ: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৭ম ধাপে কিশোরগঞ্জ জেলার সর্বশেষ উপজেলা হিসেবে ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে, ইটনা সদর, রায়টুটি, চৌগাংগা, বাদলা, বড়িবাড়ি, এলংজুড়ি, ধনপুর, জয়সিদ্ধি ও মৃগা ইউনিয়ন। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটাররা ব্যাপক খুশি, উৎফুল্ল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানিয়েছন, দলীয় প্রতীক না থাকার ফলে নির্বাচনী প্রচার প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত হয়েছে ও নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিনরাত ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। ভোট আদায়ে দিচ্ছেন প্রতিশ্রুতি, পাশাপাশি করছেন অঙ্গীকার। প্রার্থীর পাশাপাশি কর্মী-সমর্থকরাও থেকে নেই। নানা কৌশলে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট আদায়ে বিভিন্ন পথসভা, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নিয়মিত। প্রার্থীদের প্রচার প্রচারণায় পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকার হাট-বাজার ও সড়ক। পাড়া-মহল্লার সড়কে চলছে মাইকে মাইকে প্রচার। সব মিলিয়ে জমে উঠেছে ইটনা উপজেলার ৯টি ইউপি নির্বাচন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ভোটাররা জানান, এ নির্বাচন উৎসবের রূপ নিয়েছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর শোনা যায়নি। নির্বাচনে রাজনৈতিক চাপ না থাকায় পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করা যাবে এটি সত্যিই আনন্দের বিষয়। ভাটি অঞ্চলের অহংকার মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও রাষ্ট্রপতিপুত্র বর্তমান এমপি প্রকৌশলী তৌফিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভোটাররা।
কিশোরগঞ্জ-৪ আসন (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) এ তিন উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকেই মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনটি উপজেলায় মধ্যে অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার ইউনিয়ন নির্বাচন শেষ হয়েছে। সপ্তম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটনা উপজেলার ৯টি ইউনিয়নে দলীয় প্রতীক বিহীন নির্বাচন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার প্রধান নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম জানান, এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউপি নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চলমান রেখেছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
ReplyForward
|