আন্তর্জাতিক ডেস্ক
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের পূর্ব-পশ্চিমের শহরগুলোতে সিরিজ বিমান হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা শুরু হয়।
প্রাথমিক তথ্য অনুসারে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টি ড্রোনের মধ্যে ২৮টি ভূপাতিত করেছেন। হামলায় ইরানে তৈরি ‘শাহেদ ড্রোন’ ব্যবহার করা হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘রাজধানীতে আরেকটি ব্যাপক বিমান হামলা।’
আল জাজিরা বলছে, শহরটিতে ভোর থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা এবং দেশের অন্যান্য অংশে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন শোনা যায়। পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লভিভ শহর অবস্থিত। শহরটিতে সাত লাখ মানুষ বসবাস করে। লভিভের সামরিক প্রশাসন জানিয়েছে, ভোর ৫টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেগুলো গুরুতর অবকাঠামোতে আঘাত করেছে। শহরে আগুন ছড়াচ্ছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো বলেছেন, রাশিয়া তার অভিযানে টেলিযোগাযোগ অবকাঠামোর পাশাপাশি কৃষি ও কৃষি সম্পত্তিকে লক্ষ্যবস্তু করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।