হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের আলীকদমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মানাধীন আলীকদম দৌছড়ি সড়কের চেইনিং ৩৮২০-৫৬৭০ মিটার রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
গত ৮ সেপ্টেম্বর বান্দরবান নির্বাহী প্রকৌশলীর বরাবর স্থানীয় মোঃ হোসেন নামক এক ব্যক্তি এসব বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নির্মাণাধীন সড়কটিতে ড্রইং, ডিজাইন, স্পেসিফিকেশনকে তোয়াক্কা না করে রাস্তাটি দুর্গম হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার সরকারি বরাদ্দকৃত অর্থ লুটপাট করে দায়সারা, মনগড়া ও যেনতেন নির্মাণ কাজ করে চূড়ান্ত বিল উত্তোলনের জন্য সচেষ্ট বলে জানা যায়।
আলীকদম উপজেলা হতে নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কটি আন্তঃযোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগে বলা হয়, রাস্তার এলটম্যান্ট অনুসারে ডিজাইন মোতাবেক মাটি কাটা হয়নি। রিটেইনিং/গাইড ওয়াল, ক্রসড্যাম এস্প্রটেক্টিভ ওয়ার্কে স্টোন সিভস্ ধরা থাকলেও বেইজ ঢালাইতে ব্রীক সিভস্ দিয়ে অতি নিম্নমানের ঢালাই কাজ করা হয়েছে। এমএস পাইপ প্লাসাইডিং কাজে ডিজাইন অনুসরণ না করে ৪ ফুট, ৫ ফুট ও ৬ ফুট পাইপ দিয়ে প্লাসাইডিং করা হয়েছে। যা যেকোন মুহুর্তে ধ্বসে যেতে পারে। এছাড়াও পাহাড়ি মাটি দিয়ে রাস্তার বক্স কাটিং ২২ ইঞ্চি করা ধার্য থাকলেও ১৬-১৭ ইঞ্চি বক্স কাটিং করেছে। বক্সে ১০ ইঞ্চি বালি ফিলিং করা ধার্য থাকলেও পাহাড়ী মাটি মেশানো বালি দিয়ে যেনতেন কার্য সম্পাদন করা হয়েছে। ৬ ইঞ্চি সাবগ্রেড এ.এস এর কাজ অনুপাতিক হারে বা মিলামিলভাবে করার ধার্য থাকলেও এতে ২০% খোয়া ও ঝিরির পাথর মেশানো বালি দিয়ে দায়সারাভাবে এ.এস এর কাজ সম্পাদন করা হয়েছে। ডব্লিউ.বি.এম ৬ ইঞ্চি খোয়া ধরা থাকলেও ৪ ইঞ্চি, ৫ ইঞ্চি খোয়া দিয়ে ডব্লিউ.বি.এম এর কাজ সম্পন্ন করা হয়েছে এবং অতি নিম্নমানের বিটুমিন দিয়ে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এতে সরকারি টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগে জানানো হয়। গত ২০২২-২৩ অর্থবছরে প্যাকেজটির জন্য ৬ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন বান্দরবান জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) জিয়াউল হক মজুমদার।
তিনি বলেন, আমি যতটুকু জানি কাজ যথাযথ হয়েছে। যেহেতু কাজটি চলমান, যদি কোন সমস্যা থাকে সেটাকে সংশোধন করেই ঠিকাদারকে ফাইনাল বিল দেওয়া হবে।
তবে তিনি অভিযোগের বিষয়ে কোন পদক্ষেপ নেওয়ার কথা বলেননি। রীফ এন্টারপ্রাইজের মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা যায়নি। তবে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বক্সে পাহাড় কেটে মাটি ভরাটের কথা স্বীকার করেন।
তিনি বলেন, কাজে অনিয়মের বিষয়ে ইতিপূর্বে সংবাদ প্রকাশিত হয় এবং সেই প্রেক্ষিতে ২-৩ বার তদন্তও হয়েছে। তাছাড়া সাইটে সবসময় ওয়ার্ক এসিসটেন্ট উপস্থিত ছিলো। প্রকৌশলী অধিদপ্তর কাজের সঠিকতা পেয়ে আমাদেরকে ফাইনাল বিল প্রদান করেন।