বিনোদন ডেস্ক
আমির খান ও কারিনা কাপুর অভিনীত নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। মুক্তির আগে থেকেই এটিকে বয়কটের ডাক ওঠে সোশ্যাল মিডিয়াসহ ভারতের বিভিন্ন রাজ্যে। ফলাফল, মিস্টার পারফেকশনিস্টের এই সিনেমাটি উঠে গেছে ফ্লপের তালিকায়। তার সঙ্গে বিপদ আরও বাড়িয়ে এবার ‘লাল সিং চাড্ডা’র বিরুদ্ধে মামলা হলো কলকাতা হাইকোর্টে।
আমির খান ও কারিনা কাপুরের এই সিনেমার প্রদর্শন পশ্চিমবঙ্গে বন্ধ বা নিষিদ্ধ করা হোক- এমনই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সিনেমাটি দেখানো হলে মমতা ব্যানার্জীর এই রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে- এই মর্মে সোমবার মামলাটি করেছেন বিজেপির সদস্য এবং আইনজীবী নাজিয়া এলাহি খান।
নাজিয়ার বক্তব্য, এই মুহূর্তে ধর্ম সংক্রান্ত যেকোনো বিষয়ে রাজ্য উত্তাল হয়ে উঠতে পারে। এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন নাজিয়া। শুধু তাই নয়, সিনেমার নায়ক ও প্রযোজক আমির খানের অতীতে করা কিছু বিতর্কিত মন্তব্যের কথাও মনে করিয়ে দেন তিনি।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি পুনঃনির্মাণ ‘লাল সিং চাড্ডা’। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গত ১১ আগস্ট। এই সিনেমা ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ করেছে, এমন অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এরপরই সোশ্যাল মিডিয়াসহ ভারতের বিভিন্ন রাজ্যে সিনেমাটিকে বয়কট করার ডাক ওঠে। মুক্তির আগে থেকেই এই সিনেমা ঘিরে বিতর্কের শেষ ছিল না। আমির এবং কারিনার অতীতের কিছু মন্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। পাঞ্জাবের জলন্ধরে বন্ধ করে দেওয়া হয় সিনেমাটির প্রদর্শনী। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’। মুক্তির পর থেকে এ পর্যন্ত সিনেমার আয় ৫৫ কোটির কাছাকাছি।
আমির খানের ক্যারিয়ারে এমন বাজে সময় আগে কখনো আসেনি বলেই মত অনেকের। ভারতের সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমাটি এই নায়কের দখলে। তার সিনেমা মুক্তি পেলে একদিনেই ৫০-৫৫ কোটি টাকা আয় হয়। অথচ সেই অংকে পৌঁছাতেই ‘লাল সিং চাড্ডা’র প্রায় দুই সপ্তাহ লেগে গেল। তারপর আবার মামলা।