আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশিক তালুকদার (২৫) কে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিক তালুকদার ও তার সৎ ভাই রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ১০টায় আশিক বাঁশ কাটতে গেলে রেজা ও সিরাজুল বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আশিককে দেশী গাছ কাটার দা দিয়ে মাথায় কোপ দেন। পরে আশিকের চিৎকার শুনে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশিক তালুকদার বলেন, গৃহস্থালি কাজের জন্য বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে রেজা ও সিরাজুল আমাকে বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করে বাঁশ কাটতে গেলে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয়।
এ বিষয়ে জানতে রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদারকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করলেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক বলেন, আশিক তালুকদারের মাথায় আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।