সিংড়া (নাটোর) প্রতিনিধি
গতকাল মঙ্গলবার কাক ডাকা ভোরে কাদা-পানি মাড়িয়ে চলনবিলের দুর্গম দেবত্তর এলাকা থেকে কুড়িটি বকপাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এসময় আর কোনদিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে দু’জন পাখি শিকারীকে ছেড়ে দেয়া হয়। ধ্বংস করা হয় পাখি শিকারের বিশেষভাবে তৈরি দুটি কিল্লা ঘর। পরে পাখিগুলো উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় অবমুক্ত ও বিলের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, আব্দুল্লাহ আল মামুন, জুবায়ের আহমেদ, হাবিব প্রামাণিক, রিপন হোসেন, আবু কাহার প্রমুখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলে মাছের সাথে পাখির আনাগোনা বেড়ে গেছে। সেইসাথে শিকারীদের দৌরাত্মও বেড়েছে। শতাধিক যুবক স্বেচ্ছায় বিলের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রতিনিয়তই ছুটে চলছেন।