নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সাম্প্রতিক সময়ে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সরকারের বিচারের দাবী তোলা হবে। একইসাথে রাষ্ট্র কর্তৃক নিহত শহীদদের মর্যাদার জন্য বিএনপি কাজ করবে। নিহত ও আহতদের পরিবারের কর্মসংস্থানসহ যেকোন প্রয়োজনে পাশে থাকবে।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে মুন্সীগঞ্জে এ কথাগুলো বলেন তিনি। বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতারা মুন্সীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক এমপি মৃণাল কান্তি দাসের বিরুদ্ধেও মামলা করার নির্দেশনা দেন জেলার বিএনপি নেতাকর্মীদের।
গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩ জনের স্বজনদের সাথে দেখা করে সহযোগিতার অর্থ তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়ের কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, সদর থানা বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মু. মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি আবুল হাসেম প্রমুখ।