আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদূরে মিনিট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও ট্রাক উল্টে জমিতে পড়ে শিশু, নারী ও চালকসহ ২০ জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় আদমদীঘির ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন নারী ও টমটম চালক রুবেল, মিনিট্রাক চালকসহ ৮ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতাল ও নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের অধিকাংশই হাত-পা ভেঙ্গে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আশঙ্কাজনক রয়েছে। অপর আহতদের আদমদীঘি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আদমদীঘির তেঁতুলিয়া গ্রামের টমটম চালক রুবেল, টমটম যাত্রী কুন্দগ্রামের আরজু বেগম ও তার শিশু সন্তান বিপা, মিনিট্রাকের যাত্রী নওগাঁ জেলার কুশাডাঙ্গা গ্রামের আলী, তার স্ত্রী সুলতানা বেগম, হাবিজার, তার স্ত্রী রোজী বেগম, শিশু কন্যা সোনামনি, মৃধা বেগম, বাবু মিয়া, চকডাকাতি গ্রামের রিফাত হোসেন, নওগাঁ সোনার পট্টির শাহনাজ পারভিন, মিনিট্রাকের চালক জিগরা গ্রামের বাবু। অপর আহতরা অজ্ঞান থাকায় তাদের পরিচয় পাওয়া যায়নি। মিনিট্রাকটি মহাস্থান থেকে নওগাঁ যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাজারে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) আদমদীঘি বাসস্ট্যান্ডে আসছিল। টমটমটি আদমদীঘির অদূরে শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের নিকট পৌঁছলে মহাস্থান থেকে নওগাঁ অভিমুখী ঢাকা মেট্রো-ন-২৩- ০৯১১ নম্বর মিনিট্রাকটি ইজিবাইক টমটমকে পিছন থেকে ধাক্কা দিলে যাত্রীসহ টমটম উল্টে পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং মিনিট্রাকটি দুমড়ে সড়কের পাশে উল্টে যায়। এতে মিনিট্রাক ও টমটম চালক, নারী-শিশুসহ ২০ জন গুরুতর আহত হয়। আদমদীঘি ও দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান, মিনিট্রাকটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।