আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার তেঁতুলিয়া গ্রামের মাঠে বিধবার কৃষি ধানি জমি দখলের চেষ্টার অভিযোগে পিতা পুত্রের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তালশন গ্রামের বরেন্দ্র চন্দ্র কুন্ডু বিষুর বিধবা স্ত্রী স্মৃতি রাণী কুন্ডু বাদী হয়ে তেঁতুলিয়া গ্রামের এছাহক (৫৫) ও তার ছেলে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলার তালশন গ্রামের মৃত বরেন্দ্র চন্দ্র কুন্ডু বিষুর পৈত্রিক সূত্রে প্রাপ্ত নিজ নামীয় ‘৭১ শতক ধানী সম্পত্তি জনৈক সিরাজুল ইসলামের নিকট বন্ধক রাখে। তার বন্ধককৃত জমির মেয়াদ শেষ হওয়ায় পর সেই সম্পত্তিতে জমির মালিক বিধবা স্মৃতি রানী কুন্ডু তার লোকজন দিয়ে রোপা আমন আবাদ করার জন্য ঐ কৃষি জমিতে হাল চাষ করতে গেলে তেঁতুলিয়া গ্রামের এছাহক ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক অবৈধ ভাবে হালচাষে বাধা ও নানা ধরনের হুমকি প্রদান করে। এ ঘটনায় অসহায় বিধবা স্মৃতি রানী কুন্ডু আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেন। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে।