আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে তিনদিনের ব্যবধানে আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির তেঁতুলিয়া বাবলাতলি নামক স্থান থেকে একরাম মন্ডল নামের এক ধান-চাল ব্যবসায়ীর পালসার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টায় একরাম মন্ডল নামের এক ধান-চাল ব্যবসায়ীর ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে আদমদীঘির বাবলাতলি নামক স্থানে চাতালের সামনে তার মোটরসাইকেলটি রেখে কাজ সেরে অল্প সময়ে ফিরে এসে দেখেন মোটরসাইলের লক ভেঙ্গে চোরেরা নিয়ে গেছে। এ ঘটনার ৩ দিন আগে গত ২১ জুলাই বিকেল ৪টায় আদমদীঘি হাজি তাছের আহমদ মহিলা কলেজের গেটের সামনে থেকে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার আবু ছালেহ নামের এক ব্যক্তির ডিসকোভার-১০০ সিসি মোটরসাইকেল চুরি যায়। আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক রহমান মোটারসাইকেল চুরি সংক্রান্ত অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানায়, চুরি যাওয়া মোটারসাইকেল উদ্ধারে তৎপরতা চলছে।