আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলের জায়গা অবৈধ ভাবে দখল করে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ করা হয়েছে। এ চা স্টলে লোকজন যাতায়াতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করেছেন সচেতন মহল।
সর জমিনে দেখা যায়, আত্রাই (আহসানগঞ্জ) রেলওয়ের স্টেশন সংলগ্ন রেলওয়ে নিরাপত্তা ব্যারাকের পশ্চিমে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ করা হয়েছে। চা স্টলের সন্নিকটেই রয়েছে আত্রাই নদীর উপর নির্মিত বৃহত রেলওয়ে ব্রিজ। যে কোন রেলওয়ে ব্রিজের আশেপাশে কোন ধরণের স্থাপনা নির্মাণ ঝুঁকিপূর্ণ এবং অবৈধ হলেও এখানে রেলওয়ে ব্রিজের মুখের উপরে গড়ে তোলা হয়েছে চা স্টল। এদিকে রেলওয়ে বিধি অনুযায়ী রেলওয়ে ব্রিজ এলাকায় জনসাধারণের চলাচলও নিষিদ্ধ। তথাপি এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী রেলের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে চা স্টল গড়ে তোলায় একদিকে জনজীবন ঝুঁকিপূর্ণ, অপর দিকে ট্রেন যাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছে। এ চা স্টলটি দ্রুত অপসারণ না করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন এলাকার সচেতন মহল। সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামের খোরশেদ আলম বলেন, আত্রাই রেলওয়ে স্টেশনটি অরক্ষিত স্টেশন। এখানে যে যার মত করে দোকান নির্মাণ করে বসে আছেন। এখানে কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসিন। এমন করে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ ঠিক হয়নি। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। আত্রাই (আহসানগঞ্জ) স্টেশনের দায়িত্বে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মোঃ রুবেল হোসেন বলেন, যেখানে রেলওয়ে ব্রিজের আশেপাশে জনসাধারণের প্রবেশ নিষেধ। সেখানে রেলওয়ে ব্রিজের মুখের উপর রেললাইন ঘেষে এ চা স্টলটি খুবই ঝুঁকিপূর্ণ। একাধিকবার তাদেরকে দোকান সরিয়ে নিতে বলা হলেও তারা কর্ণপাত করেন নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শান্তাহার জিআরপি থানার ওসি মোঃ মুক্তার হাসেন বলেন, রেল কর্তৃপক্ষ আমাকে চিঠি দিলে আমরা এগুলা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।