আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে গতকাল শনিবার সকাল ৭টায় উপজেলা মেইন গেইটের সামনে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে রমজান মাসে সহজেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ক্রয় করার সুযোগ দেওয়া হচ্ছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন, রমজান মাসে মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এই মাংস বিক্রয়ের দোকানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষদের যেন ন্যায্যমূল্যে মাংস কিনতে সুবিধা হয়। প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যাতে কোনোভাবেই মাংসের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়।
তিনি আরও বলেন, একজন মাংস ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মাংস ক্রয় করতে পারবে। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য ২৫০ গ্রাম মাংস কেনার ব্যবস্থা রাখা হয়েছে। আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লাভে সিন্ডিকেট গঠন করতে না পারে, সেজন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আত্রাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সুধীজনের সহযোগিতায় ন্যায্যমূল্যের দোকান মাসব্যাপী পরিচালনার আয়োজন করা হয়েছে। এছাড়া পুরো রমজান মাসব্যাপী সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ তারেক আহমেদ সম্রাট প্রমুখ।