আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আত্রাই উপজেলা বিএনপি।
গত বুধবার রাতে উপজেলার ষ্টেশন চত্বরে ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন। এসময় শতাধিক অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপি বরাবরই অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ, জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের কম্বল বিতরণ করছেন।