আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আত্রাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বেলা ১১টায় বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আত্রাই উপজেলা শাখা মহিলা দলের নেত্রী আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দ্বি-বার্ষিক এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শবনম মোস্তারী কলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সহ-সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি ও নওগাঁ জেলা মহিলা দল সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রী মেরিনা বেগমসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের মহিলা নেতৃবৃন্দ। এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রমুখ।