আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর আত্রাই উপজেলায় সর্বত্র গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত উপজেলার খামারিরা। মারাত্মক এই রোগ মশা, মাছি, আঠালি বা ব্যবহৃত নিভেল ও সিরিঞ্জ বারবার ব্যবহারের মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর শরীরে ছড়াচ্ছে। তবে এর সঠিক ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন উপজেলার খামারিরা।
জানা গেছে, উপজেলায় গরু রয়েছে প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে উপজেলায় গত দুই সপ্তাহে আক্রান্ত গরুর সংখ্যা দাঁড়িয়েছে দুই শতাধিক। এই লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ংকর একটি রোগ। এখন এই রোগ বাংলাদেশে মহামারী রুপে ধারণ করেছে। রোগটি আত্রাই উপজেলায় ছড়িয়ে পড়ায় অনেক খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ংকর রোগে আক্রান্ত হলে প্রথমে গরুর শরীর গরম হয়ে জ্বর উঠে যায়। তারপর শরীরের কয়েক জায়গায় ছোট ছোট গুটি উঠতে শুরু কওে এবং একপর্যায়ে ধীরে ধীরে সারা শরীরেই ছড়িয়ে পড়ে। শরীর ফুলে যায় এবং গরুর খাবারে অনীহা দেখা দেয়, এতে গরু দুর্বল হয়ে পড়ে বলে জানান খামারিরা।
উপজেলার পাইকড়া গ্রামের খামারি আইনুল ইসলাম বলেন, দশদিন আগে আমার গাভীর গায়ে গুটি বের হয়েছে। গ্রাম্য ডাক্তারের কাছে থেকে চিকিৎসা করিয়েছি তাতে কোন কাজ না হওয়ায় আমি গাভীটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে এসেছি।
উপজেলার ধুলাউড়ি গ্রামের খামারি আশরাফ আলী বলেন, আমার গোয়ালে নয়টি গরু রয়েছে। এর মধ্যে একটি গরু এই লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ আবু আনাছ জানান, গরুর লাম্পি স্কিন রোগটি এখন বড় সমস্যা। এখন প্রায় সারা দেশে এ রোগ বিস্তার লাভ করেছে। তিনি আরো বলেন, এই ভয়ংকর রোগ থেকে গরুকে বাঁচাতে আমরা উপজেলার সকল ইউনিয়নে জনসচেতনতামূলক সভা করছি এবং আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে রোগটিকে প্রতিরোধের চেষ্টা করছি। এখন আমাদের কাছে এই রোগের কোন ভ্যাকসিন নেই। আশা করছি, এই সপ্তাহের মধ্যেই আমরা এ রোগের ভ্যাকসিন পেয়ে যাব এবং তারপর পরবর্তী কার্যক্রম আমরা হাতে নিব।