আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে একরাতে এক গ্রাম থেকে তিনজন কৃষকের সাতটি গরু এবং দু‘টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার থাঐপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।
ওই গ্রামের জাফর আলীর ছেলে জাকির হোসেন জানান, সন্ধ্যায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখি দু‘টি গরু ও দু‘টি ছাগল চুরি হয়ে গেছে। দু‘টি গরু প্রায় দেড় লক্ষ টাকা এবং ছাগল দু‘টির দাম প্রায় ২০ হাজার টাকা হবে বলে জানান তিনি।
একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাইদ রহমান জানান, গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে। এছাড়া ওই রাতেই তার ভাই রাজার গোয়াল ঘরের তালা কেটে দুইটি গরু চুরি করে নিয়ে গেছে। ওই দুটি গরুর মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে এসব চুরির ঘটনায় গত সোমবার সকালে আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, গরু-ছাগল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতার ও গরু-ছাগল উদ্ধারের চেষ্টা চলছে।