আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি লেভেলের কর্মকর্তাদের নিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মশালার বরিশাল বিভাগীয় কর্মকর্তা ডাঃ ইকবাল আহম্মেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারভেলেন্স মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ আহসান উজ জামান। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগীদের এনসিডি কর্ণারে রেফারের জন্য সিএইচসিপিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
by Newseditor
by Newseditor