আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতন সইতে না পেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্ত্রী। গত সোমবার রাত ৮টায় উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ জানান, পূর্ব সুজনকাঠি গ্রামের সবুজ সরদারের স্ত্রী মুন্নি বেগম (৩০) তার স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিন সন্তানের জননী মুন্নি বেগমের স্বামী সবুজ সরদার জানান, সোমবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে আমার স্ত্রী মুন্নি বেগমের সাথে ঝগড়া হয়। আমি ঝগড়ার একপর্যায়ে তাকে মারধর করি। পরে তার জন্য আমি বাজারে ঔষধ আনতে যাই। ঔষধ নিয়ে বাড়ি এসে দেখি, আমার স্ত্রী মুন্নি বেগম ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। তখন আমার ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে মুন্নিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিরন হালদার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মিরন হালদার জানান, গলায় ফাঁস দেয়া এক নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে গলায় ফাঁস দেয়া মুন্নি বেগমের লাশ থানায় নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।