আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
গত শনিবার বিকেলে বরিশালের আগৈলঝাড়ার ফেনাবাড়ী গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গঙ্গাচরণ হালদারের স্ত্রী মুক্তি হালদার ও তার পুত্র তাজেল হালদারকে মারধর করে আহত করে একই বাড়ীর গৌরঙ্গ হালদারের সন্ত্রাসী দুই পুত্র অজিত হালদার ও বিপুল হালদার এবং নিত্যানন্দ হালদারের পুত্র লিটু হালদার।
আহত সূত্রে জানা যায় গঙ্গাচরণের স্ত্রী মুক্তি হালদার তাদের বসত বাড়ীর উঠানে কাজ করতে গেলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কাজ করতে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে মুক্তি হালদারকে মারধর শুরু করে, মাকে রক্ষা করার জন্য মুক্তি হালদারের ছেলে তাজেল ছুটে আসলে তাকেও মারধর করে আহত করে। সংবাদ পেয়ে আহত মুক্তির স্বামী গঙ্গাচরণ হালদার বাড়ীতে আসলে সন্ত্রাসীরা তাকেও মারধর করার জন্য ছুটে আসলে সে প্রানের ভয়ে বসতঘরে দড়জাবন্ধ করে রক্ষাপায়। এসময় আহত মা-ছেলের চিৎকারে প্রতিবেশিরা এসে তাদেরকে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সূত্রে আরও জানা যায় সন্ত্রাসীরা এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের তোয়াক্কা নাকরে যেমন খুশি তেমন ভাবে চলাফেরা করে। হাসপাতাল সূত্রে জানা যায় আহত মুক্তি হালদার ও তার পুত্র তাজেল হালদারের অবস্থা গুরুতর। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।