আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ বদলাই, বিশ্বকে বদলাই, তারুণ্যের উৎসব ও জুলাই বিপ্লব চেতনা ২০২৪ শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জুলাই বিপ্লবে আহতদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদের সভাপতিত্বে জুলাই বিপ্লবে অংশগ্রণকারী আহত ও শহিদ পরিবারকে সংবর্ধনা পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুলাই বিপ্লব অংশগ্রণকারী আহত আগৈলঝাড়া উপজেলার মো.আবুল হোসেন মোল্লা, মোঃ হাবিবুর রহমান মুন্সি, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ মাহাবুবুল ইসলাম, শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আব্দুল জলিল, সাংবাদিক এসএম ওমর আলী সানিসহ প্রমুখ। জুলাই বিপ্লব আহত অংশগ্রণকারীরা হলেন
মোঃ আবুল হোসেন মোল্লা, মোঃ হাবিবুর রহমান মুন্সি, মোঃ আসাদুজ্জামান নূর, মোঃ মেহেদী হাসান, মোঃ ইয়াসিন, মোঃ আল-আমিন সরদার, মোঃ সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।