আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : গত ৯ মার্চ দিবাগত রাত ১টায় সাতকানিয়া উপজেলার ১৩নং বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া হাদির বর বাড়ির নেজাম মিস্ত্রির বাড়িতে আগুন লেগে সর্বস্বান্ত হয়ে গেছে। ওইখানে থাকা বিভিন্ন মেশিন, আসবাবপত্র ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারটি। এসময় দ্রুত ছুটে গিয়ে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণ করার জন্য ২ বান টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাশুকুর রহমান ও সেক্রেটারি অধ্যক্ষ ইসমাইল মোঃ রাশেদ।