সিরাজগঞ্জ প্রতিনিধি
আগাম জাতের কেশর চাষে লাভবান সিরাজগঞ্জের কৃষকেরা। চলতি মৌসুমে সিরাজগঞ্জের কামারখন্দে আগাম জাতের কেশর আলু চাষ করে বেশ ভাল ফলন পেয়েছেন চাষিরা। স্থানীয় আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ার কারণে এমন ভালো ফলন হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার চর নুরনগরসহ অন্যান্য চরে এ বছর ১৬ হেক্টর জমিতে কেশর আলুর আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ২১ থেকে ২২ মেট্রিক টন কেশর আলু উৎপাদন হচ্ছে।
স্থানীয় কৃষক মিলন মন্ডল বলেন, চলতি মৌসুমে আমার পাঁচ হেক্টর জমিতে আগাম জাতের কেশর আলু চাষ করেছি। এরই মধ্যে ১৪০০ থেকে ১৬০০ টাকা প্রতি মণ কেশর আলু বিক্রি করছি। এবার দাম ভালো থাকায় লাভবান হবো বলে আশা করছি।
আরেক কৃষক হেলাল উদ্দিন জানান, এ বছর তিন হেক্টর জমিতে কেশর আলু চাষ করে অনেক ভালো দামে বিক্রি করেছেন তিনি। অন্যান্য ফসলের তুলনায় আগাম জাতের কেশর আলু চাষ করে অধিক হারে লাভবান হয়েছি।
উপজেলার কৃষি অফিসার আনোয়ার সাদাত বলেন, কেশর আলু মূলত ফাল্গুন-চৈত্র মাসে তোলা হয়। কিন্তু এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঠিক পরামর্শে আগাম জাতের কেশর আলু চাষ করে লাভবান হচ্ছে। আগামীতে কেশর আলুর চাষ আরও বৃদ্ধি পাবে।