গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার তুলশীঘাটে কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শনিবার বেলা ১২টায় আম বয়ানের মধ্য দিয়ে আখেরী মোনাজাত করে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। এবারের ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইজতেমায় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছিলেন। আখেরী মোনাজাতে অংশ নেয়ার জন্য দুর দুরান্ত থেকে আসা মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছিল। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা ছিল। এছাড়া অস্থায়ী টয়লেট, ওযু এবং গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থাও ছিল। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরাসহ তাবলিগ জামাতের মুরুব্বিরাও শরিক হয়েছিলেন।
গাইবান্ধার পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন জানান, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত ছিল। ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহলও জোরদার ও সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেছে। এছাড়াও গোটা ইজতেমা সিসি ক্যামেরার আওতায় ছিল।