ভারতে প্রায় দুই মাসের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের মধ্য দিয়েই শেষ হবে না টি-টোয়েন্টি ক্রিকেটের ঢল। আইপিএল শেষ হওয়ার পরপরই দক্ষিণ আফ্রিকাকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথেয়তা দেবে ভারত।
আইপিএলের পর্দা নামার পর আগামী জুনে ভারতজুড়ে পাঁচটি ভিন্ন ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর তারা চলে যাবে ইংল্যান্ডে, এক টেস্ট ও ছয়টি সীমিত ওভারের ম্যাচ খেলতে।
বিসিসিআই এরই মধ্যে নিশ্চিত করেছে আগামী ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত চলবে এবারের আইপিএল। এর দশদিন পরই শুরু হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ। এক বোর্ড পরিচালক জানিয়েছেন এটি এফটিপিরই সিরিজ। যা আইপিএলের পরেই হবে।
বুধবার এ বিষয়ে আলোচনায় বসে পাঁচ ম্যাচ সিরিজের ভেন্যুও ঠিক করা হয়েছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে আগামী ৯ থেকে ১৯ জুনের মধ্যে ম্যাচগুলো হবে কুটাক, ভাইজাগ, দিল্লি, রাজকোট ও চেন্নাইয়ে।
আসন্ন এই সিরিজের দুইটি ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরু ও নাগপুরে। কিন্তু সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো ম্যাচ কুটাক ও ভাইজাগে না হওয়ায়, দক্ষিণ আফ্রিকা সিরিজের একটি করে ম্যাচ দেওয়া হয়েছে এ দুই মাঠে।