পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা দূর্ঘটনায় ১ পা ভেঙ্গে-থেতলে যাওয়া গার্মেন্টস কর্মী সোহেল রানার। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন তার উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া দরকার কিন্তু গরিব পিতার পক্ষে চিকিৎসা ব্যায় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে। প্রায় ২ মাস লাগাতার চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন গরীব পরিবারটি। সোহেল রানা (৩১) ১১ বছর ধরে নারায়নগঞ্জ পাঠানতলী ইব্রাহিম গার্মেন্টস কারখানায় কাজ করতে থাকাকালে ছুটিতে নিজ বাড়ী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামে আসেন। ছুটিশেষে গত ১৫ অক্টোবর রাহবার এন্টারপ্রাইজেস এর একটি নাইটকোচে কর্মস্থলে ফেরার পথে টাঙ্গাইলের হাওড়া এলাকায় দূর্ঘটনা কবলিত হন। ভুট্টাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় চার যাত্রী ঘটনাস্থলে নিহত ও সোহেল রানা গুরুতর আহত হন। তাকে প্রথমে মির্জাপুর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়। প্রায় ২ মাস ধরে হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ১৪নং কক্ষের ২০নং বেডে চিকিৎসাধীন রয়েছে সোহেল। এই বিভাগের চিকিৎসক ডা. বিমল চন্দ্র রায় ও ডা. কামাল হোসেনের নিবিড় তত্ত্ববধানে চিকিৎসা কার্যক্রম চললেও তার কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছেনা। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বাইরের দেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের। সোহেলের পরিবারে ৪ বছরের কন্যা সন্তান ও সন্তান সম্ভবা স্ত্রী ছাড়াও পিতা-মাতা ও বোন রয়েছে। এই ৬ সদস্যের পরিবার চলতো তারই উপার্জনে। একমাত্র উপার্জনশীল সোহেলের আকষ্মিক দূর্ঘটনায় আজ পরিবারটি পথে বসার উপক্রম হয়েছে। পরিবারের পক্ষ থেকে সমাজের দানশীল ব্যাক্তিদের কাছে অর্থ সহায়তার অনুরোধ জানিয়েছেন অসহায় পিতা আব্দুল ওয়াদুদ। তার বিকাশ নং ০১৭৮০-৭২৯৫৪১. নগদ নং ০১৭৭৮-৫৯৭১৮৫, তার চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা প্রয়োজন। সমাজ সচেতন দানশীলরাই পারেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে পরিবারটিকে বাঁচাতে। আসুন আমরা এই পরিবারটির পাশে দাঁড়াই।