বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলের দশম শ্রেণির এক শিক্ষার্থী বেঁচে থাকার আর স্বপ্ন দেখছে না। দিনমজুর বাবার মেধাবী একমাত্র মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অর্থের অভাবে যথাযথ চিকিৎসা পাচ্ছেনা ওই শিক্ষার্থী। মেধাবী ওই শিক্ষার্থীর নাম রিতা রানী দাস (১৫)। সে বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে ওই শিক্ষার্থী মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছে। রিতার চিকিৎসার খরচ মেটাতে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গত ৬ অক্টোবর রিতা অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে পরে তাকে মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।
রিতার বাবা শ্যামল দাস উপজেলার কালাইয়া বন্দরের একটি মুদি-মনোহারী দোকানে স্বল্প বেতনে শ্রমিকের কাজ করেন। বাবা শ্যামল দাস জানান, মেয়ের চিকিৎসার জন্য ১০ থেকে ১২ লাখ টাকা লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন। আমার কোন জায়গা-জমি নেই। আমার পক্ষে এত টাকা জোগাড় করে মেয়ের চিকিৎসা করানো সম্ভব নয়। চিকিৎসার অভাবে মেয়েটা দিন দিন মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই খবরটা জেনে সহায়তা করেন এবং বিত্তবানরা সহায়তায় এগিয়ে আসেন তবে হয়তো আমার মেয়েটা বেঁচে যাবে কান্নাজড়িত কণ্ঠে বলেন বাবা শ্যামল দাস।
রিতার মামা দিলীপ দাস জানান, জরুরী ভিত্তিতে রিতাকে থেরাপি দেয়া দরকার। কিন্তু টাকার অভাবে থেরাপি দিতে পারছি না। এদিকে রিতার বাবা-মা হতাশ হয়ে মেয়ের চিকিৎসায় সহায়তার জন্য বাউফলের বিভিন্নজনের কাছে ঘুরে বেড়াচ্ছেন।
হাসপাতালের বিছানা থেকে রিতা এই প্রতিনিধিকে জানান, আমার ভাগ্য খারাপ। আমি দরিদ্র পরিবারে জন্ম নিয়েছি। সৃষ্টিকর্তা আমাকে কঠিন রোগে আক্রান্ত করেছেন। আমার স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হয়ে দরিদ্র বাবা-মায়ের কষ্ট লাঘব করবো। কিন্তু আজ আমি টাকার কাছে হেরে গেলাম।