অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগরে তেলবাহী ট্রাক ও পিকআপের সংঘর্ষের ঘটনায় মোঃ আব্দুল্লাহ (২৪) নামে এক পিকআপ চালক আহত হয়েছে। এসময় তেলবাহী পিকআপটি ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গত বুধবার বেলা ১১টায় যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া আজিক আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা হয়। স্থানীয়দের সূত্রে জানা যায়, তেলবাহী ট্রাকটি খুলনা থেকে যশোর যাওয়ার পথে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে আসলে আকিজ জুট মিলের একটি পাট বোঝাই পিকআপ পেছন দিক থেকে তেলবাহী ট্রাকটিকে আঘাত করে। এসময় তেলবাহী ট্রাকের পেছনের অংশ ফেঁটে ট্রাকে থাকা তেল মহাসড়কে পড়ে
যায়। এতে পিকআপ চালক গুরুতর আহত হন। পরে আহত পিকআপ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত পিকআপ চালক মোঃ আব্দুল্লাহ (২৪) মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মোঃ মুন্তাজ হোসেনের ছেলে।
এ বিষয়ে ট্রাকচালক মোঃ মোজাম হোসেন জানান, আমি খুলনা ডিপো থেকে ৯ হাজার লিটার তেলে নিয়ে বারখাদা ত্রিমোহনি কুষ্টিয়ার মেসার্স আনোয়ারা ফিলিং ষ্টেশনের উদ্দেশ্যে যাওয়ার পথে নওয়াপাড়া আকিজ জুট মিলের সামনে আসলে আকিজ মিলের একটি পাট বোঝাই পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এসময় আমার ট্রাকের পেছনের অংশ ফেঁটে সব তেল পড়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই শাহ্আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ (বুধবার) বেলা ১১টার সময় একটি তেলবাহী ট্রাককে পেছন দিক থেকে অপর আরেকটি পাট বোঝাই পিকআপ ধাক্কা দিলে ট্রাকে থাকা সব তেল সড়কে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনি। কোন গাড়ি আটক করা হয়নি। দুটি গাড়ি ঘটনাস্থলে পড়ে আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।