এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি
বহু প্রতীক্ষার পর স্থায়ী উপাচার্য পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে জানানো হয়, ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব আগামী ৪ বছরের জন্য গোপালগঞ্জের এই বিশ^বিদ্যালয়টির নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর। প্রসঙ্গত, গত বছর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের একটি মহল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলে। একপর্যায়ে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন উপাচার্য খন্দকার নাসির উদ্দিন। পরবর্তীতে, পদটি শূন্য হলেও ২০১৯ সালের ৮ অক্টোবর চলতি মেয়াদে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. শাহজাহান। কিন্তু স্থায়ী অভিভাবক শূন্য থাকায় একের পর এক নানা জটিলতা সৃষ্টি হতে থাকে বিশ^বিদ্যালয়টিতে। একপর্যায়ে গত বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবীতে অনির্দিষ্টকালের কর্ম বিরতি দিয়ে অবস্থান কর্মসূচী শুরু করে প্রতিষ্ঠানটির কর্মচারি সমিতি। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে জানানো হয় নুতন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন।