এস আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
তীব্র দাবদাহে নাভিশ্বাস অবস্থা মানুষের। হাসফাস করছে প্রাণীকূল। এমন অবস্থায় দীর্ঘ সাতমাস পর ঝিনাইদহে ঝরেছে বহুকাঙ্খিত স্বস্তির বৃষ্টি। গতকাল রোববার বেলা ১২টার দিকে প্রথমে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এরপর হালকা বাতাসের সঙ্গে সঙ্গে ধূলিঝড় ও বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা বৃষ্টির হওয়ার ফলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। বৃষ্টির কারণে ঈদের কেনাকাটায় কিছুটা বিঘ্ন ঘটলেও পরিবেশ ঠান্ডা হওয়ায় রোজাদারসহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকার ব্যবসায়ী সোবাহান উদ্দিন বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ বৃষ্টির জন্য প্রার্থনায় বসেছিল। অল্প সময়ের জন্য হলেও এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে। শহরের আদর্শপাড়ার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিন পরে হলেও বৃষ্টিতে স্বস্তি পেয়েছে মানুষ। এই বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমে গেছে।